মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি দিলীপ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি দিলীপ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে গোপন অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এবং র‍্যাব-৩ এর যৌথ দল তাকে আটক করে।

বৃহস্পতিবার গভীর রাতে কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাবেক ছাত্রদল সদস্য সাদ্দাম হোসেনকে উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে দেলোয়ার হোসেন দিলীপ ঘর থেকে ডেকে নিয়ে সাদ্দামকে কাছে থেকে গুলি করে হত্যা করেন। পরদিন শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ঘটনার পর থেকেই দিলীপ এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব তাকে বাসাবোর ওই বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।



banner close
banner close