রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৩

শেয়ার

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) থানার মুন্সিপুকুরপাড় এলাকায় কাস্টমস কালেক্টরের বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন– কাবুল দাশ, মনজুর আলম, মো. মিলন, মো. আইয়ুব খান, মো. খলিল মিয়া, নুরুল ইসলাম, লিটন আহমেদ, আহমেদ ও আবুল কাশেম।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সেখান থেকে ১২ বান্ডেল তাস ও জুয়ার টেবিলে থাকা নগদ ১৬ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



banner close
banner close