লালমনিরহাট পৌরসভার তিনদিঘী এলাকায় আলোচিত আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী মমিনা বেগম ও পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনোয়ার হোসেন মিঠু।
দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম (২৭) মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে এবং গোলাম রব্বানী সদর উপজেলার কিসমত ঢঙগাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১ জুলাই রাতে পরকীয়ার সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পিতভাবে জলিলকে হত্যা করা হয়। প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হয়, পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন নবী আদালতে চার্জশিট জমা দেন।
২৭ জন সাক্ষীর সাক্ষ্য, জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নিহতের ভাই আব্দুর রশিদ বলেন, “আসামিদের ফাঁসি হলে আমাদের মনটা আরও শান্ত হতো। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, এবং আমরা আদালতে সেটি প্রমাণ করতে পেরেছি।”
আরও পড়ুন:








