সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবদলের দুই নেতাকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৩০ নভেম্বর দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জুর রশিদ রানা এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় দুই নেতাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, নৌ-পুলিশ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








