রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের ঘোষনার পর ফুটপাত দখলমুক্ত

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৯:৪৩

শেয়ার

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের ঘোষনার পর ফুটপাত দখলমুক্ত
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে তিন দিন আগে নির্দেশ দেয় চুয়াডাঙ্গা জেরা প্রশাসন।

রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে শহরের বড়বাজারের মাথাভাঙ্গা ব্রিজের উপর অবৈধ দোকানপাট সরাতে অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। অভিযানের সময় সংশ্লিষ্টদের ৩০ মিনিট সময় দিয়ে দোকান সরানোর নির্দেশ দেয়া হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট আসার পর ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে আজকের মধ্যেই দোকানপাট সরিয়ে নেয়ার আশ্বাস দেন এবং আরও কিছু সময়ের আবেদন জানান। পরিস্থিতি বিবেচনা করে ম্যাজিস্ট্রেট তাদের শেষবারের মতো সময় দেন এবং কঠোরভাবে সতর্ক করেন—এরপর আর কোনো সুযোগ দেয়া হবে না।

ঘোষণা শোনার পর ব্যবসায়ীদের মধ্যে তৎপরতা দেখা যায়। অভিযানের হাত থেকে বাঁচতে তারা দ্রুত ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত দোকানপাট গুছিয়ে নিতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল, এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাইম এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জানান, নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close