বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের অনুমতি না থাকায় থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের একটি পরীক্ষামূলক চালান লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়েছে।
ফল জুস, জেলি, শুকনো ফল, লিচু ক্যান্ডি ও শ্যাম্পুসহ বিভিন্ন পণ্যসমৃদ্ধ এ চালানটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর ৮ সেপ্টেম্বর ব্যাংকক থেকে পাঠানো এই পরীক্ষামূলক চালানটি বুড়িমারীতে আনা হলে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি না মেলায় তা ইয়ার্ডে পড়ে থাকে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, শুক্রবার থেকে কনটেইনারটি স্থলবন্দরের মাঠে অবস্থান করছে। এদিকে বেনকো লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, একাধিকবার চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় চালানটি পাঠানো যায়নি।
স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, বাংলাদেশি কাস্টমসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভুটান ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলেই চালানটি পাঠানো হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) সড়ক প্রটোকল অনুযায়ী চার দেশের মধ্যে পরীক্ষামূলক পণ্য পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার অংশ হিসেবেই এই চালানটি ভুটানে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন:








