চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুকুর পাহারাদারকে চোখ উপড়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত রাতে সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-নুন্যা পুকুরপাড় এলাকা থেকে ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
নিহত পুকুর পাহারাদার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে তোজাম্মেল হক তোজু।
নিহতের ছেলে নাফিউল্লাহ জানান, “কে বা কাহারা আমার বাবার চোখ উপড়ে হত্যা করেছে, তা আমরা জানি না”। “সকালে এক ব্যক্তির ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।
নিহতের স্ত্রী নিলুফা বেগম বলেন, তাদের কারও সাথে কোনো শত্রুতা ছিল না। তারপরও আমার স্বামীকে নৃশংসভাবে খুন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
এদিকে, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শনিবার দিবাগত রাতে কোন এক সময় পুকুর পাহারাদার তোজাম্মেল হক কে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘটনের জন্য পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘটনসহ হত্যাকারীকে দ্রুত চিহ্নিত করেছে গ্রেপ্তার করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








