রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত দুই

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৪:৫০

শেয়ার

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত দুই
ছবি: বাংলা এডিশন

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজনকে হত্যা করা হয়েছে। তারা হলেন আশিক ও রাজন। সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আশিক ও রাজন সোমবার দুপুরে কোর্টে হাজিরা দিতে এলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর গুলি ছোড়েন। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়।

এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পরলে সাধারণ জনতা ছোটাছোটি শুরু করেন। বিষয়টি সদর থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে আশিক ও রাজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করে।



banner close
banner close