পাবনার ঈশ্বরদীর চর গড়গড়ি এলাকায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দু’টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকা থমথমে হয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শনিবার দুপুরে মামলাগুলো নথিভুক্ত হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর। কৃষক দলের নেতা মক্কেল মৃধার ছেলে বাঁধন হাসান আলিম ৩২ জন জামায়াত নেতা এবং ১৫০–২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এতে জামায়াতের জেলা আমির ও প্রার্থী আবু তালেব মণ্ডল প্রধান আসামি।
অন্যদিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম ৩৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এখানে প্রধান আসামি করা হয়েছে কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। আরও ১০০–১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং সংঘর্ষের সময় ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবককেও চিহ্নিত করার চেষ্টা চলছে।
সংঘর্ষ নিয়ে দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলা ও গুলির অভিযোগ করেছে। বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব দাবি করেন, জামায়াত সমর্থকদের গুলিতে তাদের ১১ জন আহত হয়েছেন। অপরদিকে জামায়াত নেতারা অভিযোগ করেন, হামলায় তাদের ৫০ জনের বেশি আহত এবং বহু মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন:








