রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রংপুরের সাবেক এমপি ডিউকের ভাই লিংকন বগুড়ায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৪:১৮

শেয়ার

রংপুরের সাবেক এমপি ডিউকের ভাই লিংকন বগুড়ায় গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

রংপুর-২ (বদরগঞ্জতারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের চাচাতো ভাই লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর তিনটার দিকে বগুড়া মহাসড়কে দেবীগঞ্জগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা, হত্যাচেষ্টা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন লিংকন। আগস্টের পর সরকারের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। বৈষম্যবিরোধী আন্দোলনে অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবেও তাকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর বগুড়া থেকে তাকে রংপুরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।



banner close
banner close