রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কালিয়াকৈরের সফিপুর বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৩:০৭

শেয়ার

কালিয়াকৈরের সফিপুর বাজারে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের টিনশেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ সময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, ‘সফিপুর বাজারে আগুন লেগেছে। বেশ কিছু দোকান পুড়ে গেছে। সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।’



banner close
banner close