বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ। এমন বিরল ঘটনা ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে। এসময় প্রায় তিন মণ ইলিশ মাছ জাহাজে থাকা শ্রমিকরা ধরতে পারলেও, বাকি মাছগুলো সমুদ্রে লাফিয়ে পড়ে যায়।
বৃহস্পতিবার ওই জাহাজের একটি ভিডিও ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
জানা যায়, কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটারেজ জাহাজটি গভীর সমুদ্রে চলার সময় হঠাৎই জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ। এ সময় বেশিরভাগ মাছ সাগরে ফিরে গেলেও শ্রমিকরা প্রায় তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।
জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ লাফিয়ে জাহাজে উঠে থাকে। সে সময় আমি জাহাজের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ জাহাজের শ্রমিকদের উল্লাস এবং চিৎকারে আমি দৌড়ে সামনে এসে দেখি জাহাজের ডেকে প্রচুর পরিমাণে ইলিশ লাফাচ্ছে এবং সমুদ্রে পড়ে যাচ্ছে। এ অবস্থায় জাহাজের শ্রমিকরা প্রায় তিন মণ ইলিশ সংগ্রহ করেছে, বাকি মাছগুলো সমুদ্রে চলে গেছে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফ দিতে পারে। তবে যাই ঘটুক না কেনো, সঠিকভাবে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা পালন হওয়ায় সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।
আরও পড়ুন:








