রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মোটরসাইকেলের টোল চাওয়ায় হামলা-ভাঙচুর, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ০৭:১০

শেয়ার

মোটরসাইকেলের টোল চাওয়ায় হামলা-ভাঙচুর, আহত ৩
মোটরসাইকেলের টোল চাওয়ায় হামলা

মাদারীপুরে মোটরসাইকেলের টোল চাওয়ায় টোলপ্লাজার অফিসে কর্মরতদের ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত যুবক। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেতু পারাপার হয়। এ সময় সেতুর টোল আদায়কারী কর্মীরা তাদের কাছে টোলের টাকা চান। এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অফিসের ফার্নিচার ভাঙচুর করে। হামলায় তিনজন কর্মী আহত হন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে হামলাকারীদের চিনতে পারেনি ভুক্তভোগীরা। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টোল আদায়কারী ঠিকাদারি কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close