কুমিল্লা বরুড়া পৌরসভার ১নং ওয়ার্ড বরুড়া এলাকায় মহানবী(স.) কে নিয়ে কটুক্তি করার অপরাধে বিল্লাল হোসেন(৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার পুলিশ সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়-২৮ নভেম্বর শুক্রবার রাতে গ্রেফতারকৃত বিল্লাল হোসেন(৫২) তার নিজস্ব স্মার্ট ফোন থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ অনলাইনে হযরত মুহাম্মদ(স.) কে নিয়ে বিভিন্ন বিদ্বেষমূলক বার্তা লিখে থাকে।
এরই সূত্র ধরে বরুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী নাজমুল হক দিনভর অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তা কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দিরপাড় এলাকা থেকে স্মার্টফোনসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।
আটককৃত বিল্লাল হোসেন(৫০) বরুড়া পৌরসভার জিনসার এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র। বিল্লাল হোসেন বরুড়া এলাকায় লন্ড্রি দোকানে কাজ করে বলে জানা যায়।
আটকের সত্যতা নিশ্চিত করে ওসি কাজী নাজমুল হক বাংলা এডিশনকে জানান-ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে বিল্লাল হোসেনকে কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দিরপাড় এলাকা থেকে আটক করা হয়।
উক্ত ঘটনায় বরুড়া থানায় মুফতি শরীফ মাহমুদ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে থাকে। মামলা নং-১৩,জিআর:২০৬/২৫।
আগামীকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে বিল্লাল হোসনকে জেল হাজতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন:








