বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ২ লাখ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে ৯০০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
জব্দকৃত জাল ও পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








