রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ২০:৩০

শেয়ার

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র বলছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেয়া হয়েছে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।



banner close
banner close