রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপির গণসমাবেশে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৯:১২

শেয়ার

সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপির গণসমাবেশে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরে রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপির গণসমাবেশ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা–কর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর–এনায়েতপুর) আসনের মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত। তিনি ৩১ দফা কর্মসূচির প্রধান দিকগুলো তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক আচরণ এবং সামাজিক দায়িত্ববোধের বিভিন্ন বিষয় তথ্যভিত্তিকভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকার। যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক রবিউল সরকার ও এনায়েতপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার।

সমাবেশে নেতৃবৃন্দ জানান, ঘোষিত ৩১ দফার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা। তারা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার পরিকল্পনা তুলে ধরেন এবং দলীয়ভাবে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বিজয় আহম্মেদ, মো. লিয়াকত হোসেন লাবু, মো. সালেহ আহমেদ জামিল, ডা. মো. ছাইদুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন বেপারী, মো. জহুরুল ইসলাম জুয়েল ও মো. আব্দুল খালেক শেখ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশকে ঘিরে এলাকায় আগ্রহের সৃষ্টি হয় এবং দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



banner close
banner close