রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জয়পুরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৮:৪৪

শেয়ার

জয়পুরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ পার্শ্ববর্তী জেলার হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৯ শ ৮০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ।

শনিবার ভোরে জয়পুরহাট - ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মংলা বিজিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন।

দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে , হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান। সেখানে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় অবৈধ কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেন । যার আনুমানিক মূল্য ২লক্ষ ৯৭ হাজার টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, (পিবিজিএমএস) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা চেয়েছেন।



banner close
banner close