গাজীপুরের টঙ্গীতে আতঙ্কিত হয়ে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার বিকেলে মিলগেট এলাকায় হামিম গ্রুপের সিসিএল-৩ কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে ওই কারখানার এক শ্রমিক কর্মস্থলে প্রবেশ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ ঘটনার পর থেকেই কারখানায় ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। শনিবার দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর হঠাৎ কয়েকজন শ্রমিক মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেললে পুরো ফ্লোরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একযোগে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমানা হক জানান,“আতঙ্কের কারণে অনেক শ্রমিক অসুস্থ বোধ করেছেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:








