রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টঙ্গীতে জোড় ইজতেমায় ১৯ দেশের ৭০০ বিদেশি মেহমান, দুই ডিসেম্বর আখেরি মোনাজাত

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:০৯

শেয়ার

টঙ্গীতে জোড় ইজতেমায় ১৯ দেশের ৭০০ বিদেশি মেহমান, দুই ডিসেম্বর আখেরি মোনাজাত
ছবি: বাংলা এডিশন

তাবলিগ জামাতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ জোড় ইজতেমা ঘিরে এখন আধ্যাত্মিক পরিবেশে মুখর টঙ্গী ইজতেমা ময়দান। এবারের জোড় ইজতেমায় ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান বর্তমানে ময়দানে অবস্থান করছেন।

উপস্থিত দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি মেহমানদের জন্য বিশেষ ভাষাগত তালীম, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং মৌলিক সেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন।

মাঠের প্রতিটি খিত্তায় চলছে বয়ান ও আমল-আখলাকভিত্তিক আলোচনা। পাশাপাশি এখান থেকেই নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতিও চলছে। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো ময়দানজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক আবহ।

আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এদিকে, ইজতেমায় অংশ নিতে এসে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের একজন আশরাফ আলী (৬০)। তাঁর পিতার নাম আব্দুল হাকিম। তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর কাজীর তালুক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সুলতান আহমাদ এবং জামালপুর জেলার সদর থানাধীন কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০)।



banner close
banner close