রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় খালেদা জিয়ার জন্য দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:৫১

শেয়ার

বগুড়ায় খালেদা জিয়ার জন্য দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরের জোকা দারুল কুরআন মাদ্রাসায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের কার্যনির্বাহী সদস্য তাজুল ইসলাম শরীফ, আশেকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, যুবদল নেতা মানিক, নাজির, নাজিরা ইউনিয়ন যুবদলের কার্যনির্বাহী সদস্য নাহিদ সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খবার বিতরণ করা হয়।

এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাত থেকে তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়। স্বাস্থ্যগত জটিলতা বাড়ায় ২৭ নভেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়া একাধিক জটিল রোগে ভুগছেন হৃদরোগ, ফুসফুসের সমস্যা, লিভার সিরোসিস, কিডনী জটিলতা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সংকটে যে কোনো সময় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

দোয়া মাহফিলে যুবদল নেতারা বলেন, ‘দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে জাতীয় নেত্রীর সুস্থতা খুবই প্রয়োজন। আমরা তার আরোগ্য কামনায় আল্লাহর রহমত প্রার্থনা করছি।’



banner close
banner close