ঢাকার ধামরাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলা পেশাজীবিদের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার ২৯ নভেম্ভর সকালে উপজেলার কালামপুর আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মসজিদের খতিব, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার পেশাজীবি উপস্থিত ছিলেন৷
পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন,বিএনপি যুদি আমাকে দলের মনোনয়ন দেয়,ধামরাই বাসী আমাকে যুদি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেয় তাহলে সকল শ্রেণীর সকল পেশার মানুষ নিয়ে আধুনিক ধামরাই বিনির্মান করতে চাই৷
বিএনপির ৩১ দফায় উল্লেখ রয়েছে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এক বছরের মধ্যে এক কোটি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে৷ আমি ধামরাইয়ে নির্বাচিত হলে ধামরাই কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে,বেকারত্ব দূর করতে আপনারদের সকলের সহযোগিতা নিয়েই আগামীর ধামরাই গড়তে চাই৷
পেশাজীবী সমাবেশে বিএনপির ৩১ দফার মধ্যে জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া এবং ধর্ম সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়৷ বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে বিএনপি বদ্ধপরিকর বলে জানান বক্তারা৷
জাকসুর সাবেক ভিপি অধ্যাপক এম এ জলিলের সভাপতিত্বে সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইয়ার হোসেন,অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর আলম, সাবিনা ইয়াসমিন, সুনীল সাহা ইসমাইল হোসেন সুমনসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ৷
আরও পড়ুন:








