রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে সরকারি রাস্তা দখল, সংবাদ সংগ্রহ কালে সাংবাদিক লাঞ্ছিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৪:০৭

শেয়ার

মেহেরপুরে সরকারি রাস্তা দখল, সংবাদ সংগ্রহ কালে সাংবাদিক লাঞ্ছিত
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর শহরের কদমতলা মোড়ে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুন্নত আলী নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার সময় হোটেল বাজার এলাকার প্রভাবশালী হাবিব ইকবাল, তার ছেলে সিফাতসহ সহযোগীরা এ হামলার ঘটনা ঘটায়। এর আগে ঘটনার ভিডিও ধারণ করায় বাংলাদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশন- এর মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাকে লাঞ্ছিত করে।

মাহবুবুল হক পোলেন বলেন, গত বৃহস্পতিবার দুপুরে পতিত আওয়ামী রীগ সরকারের ক্ষমতাচ্যুত জনপ্রশাসন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সামশুজ্জোহা সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন—এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। এ সময় হাবিব ইকবাল তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরে স্থানীয় সুন্নত আলী তাকে উদ্ধার করে মোবাইল ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে হাবিব ইকবালের ছেলে সিফাত দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে যায়। আমি বাড়িতে না থাকায় সিফাত আমার বৃদ্ধ বাবা আশরাফুল হককে লাঞ্ছিত করে এবং আমাকে ফোনে হত্যার হুমকি দেয়। এর পরপরই পূর্বের ঘটনার রক্ষাকারি সুনত্ন আলীর দোকান ভাঙচুর করা হয় এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন পোলেন। এই বিষয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার অরুণ কুমার বলেন, অভিযোগ পেয়েছি অফিসার ইনচার্জের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির(বিজেপিসি)

প্রতিবাদে তারা বলেন. সম্প্রতি সরকারি রাস্তা দখল করে নির্মাণকাজ করায় স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক মাহবুবুল হক পোলেনুএর ওপর চরম অসদাচরণ ও হামলার ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় হাবিব ইকবাল তার ওপর চড়াও হয়ে অফিসিয়াল মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ধারণকৃত ছবি ভিডিও জোরপূর্বক মুছে দেন, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ঘটনার পর সাংবাদিক মাহবুবুল হক পোলেন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি(বিজেপিসি) দৃঢ়ভাবে ঘোষণা করছে—গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা রক্ষার স্বার্থে এই ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহে বাধা, হামলা এবং তথ্য নষ্ট করা—সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘনের সামিল, যা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। অন্যথায় সংগঠনটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সকশেষে বিজেপিসি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এবং সাংবাদিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।



banner close
banner close