বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘সুস্থ শরীরে পায়ে হেঁটে যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কারাগারে গিয়েছিলেন, তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেন এমন হলো—তা জাতির জানা জরুরি। আমরা সন্দেহ করি, কারাগারে তিনি যথাযথ চিকিৎসা পাননি। এমনও হতে পারে, তাঁকে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল বা এমন কিছু হয়েছে, যার ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। এর জবাবদিহি করতে হবে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় তাঁর নির্বাচনী এলাকা সরাইল–আশুগঞ্জে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের আপসহীন নেত্রী, যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি—সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন তাঁকে কারাগারে নেন, তখন প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থেকেছি এবং কারাগারে তাঁর সঙ্গে দেখা করেছি। সে সময় তাঁকে কখনো এমন অসুস্থ দেখি নাই।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আল্লাহ আমাদের নেত্রীকে নেক হায়াত দান করুন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন এবং দল ও দেশের দায়িত্ব পালনের উপযুক্ত করে তুলুন।’
আরও পড়ুন:








