রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আশরাফুল রনি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১১:৩১

শেয়ার

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ির স্থানীয় সাংবাদিকদের নিয়ে ডিজিটাল মিডিয়া বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে খাগড়াছড়ি প্রেস ক্লাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার সাদাত, জেলা প্রশাসক, খাগড়াছড়ি। সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা এতে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিলহাজ উদ্দিন নিপুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু।



banner close
banner close