রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দিলীপকে প্রধান আসামি করে হত্যা মামলা; সাড়ে ৪ ঘণ্টা পর থানা ঘেরাও তুলে নিল বিক্ষুব্ধরা

(কসবা – আখাউড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:৩৮

শেয়ার

দিলীপকে প্রধান আসামি করে হত্যা মামলা; সাড়ে ৪ ঘণ্টা পর থানা ঘেরাও তুলে নিল বিক্ষুব্ধরা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়া এলাকায় সাদ্দাম হোসেন (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ মোট ১২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮টার দিকে আমরা এজাহার পেয়েছি এবং মামলা এফআইআর হয়েছে। এতে দিলীপসহ সাতজনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ৫৭ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে।

তিনি আরও জানান, এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশ, ডিবি, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন ওসি।

এদিকে, হত্যার প্রতিবাদে এবং মামলা দায়েরের দাবিতে বিকেল থেকে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নিহতের স্বজন ও এলাকাবাসী। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে থানা ঘেরাও, স্লোগান এবং বিক্ষোভ মিছিল। মামলা দায়েরের নিশ্চিত খবর পাওয়ার পর রাত ১০টার দিকে নিহত সাদ্দামের লাশ নিয়ে স্বজনরা থানা এলাকা ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। হত্যাকাণ্ডের ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে শোক ও ক্ষোভের ছায়া।

পুলিশ জানায়, সাদ্দামের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মামলার অগ্রগতির বিষয়ে পরে জানানো হবে।



banner close
banner close