পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
বর্তমানে শরীরের যন্ত্রনা নিয়ে বাবা আবদুল বারেক খা (৪৫) ও ছেলে হামিম (২৫) হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল বারেক খা বলেন, তাদের প্রতিপক্ষ আলফাজ গাজী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ১০০ নং খতিয়ানের ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে প্রায় দুই মাস আগে স্থানীয়ভাবে সালিশ মিমাংশা হয়। এসময় সালিশদাররা বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে সকল ধরনের কার্যক্রম চালাতে নিষেধ করেন।
বৃহস্পতিবার দুপুরে ওই জমি থেকে বিলের মধ্যে ধানকাটা মেশিন প্রবেশ করায় স্থানীয়রা। এসময় সামান্য কিছু ধান কাটা হলে সেখানে স্থানীয় বেশ কয়েকজন কুটা নিয়ে আসার জন্য যায়। সেই সঙ্গে আবদুল বারেক খানের ছেলে হামিমও কুটা আনতে গেলে প্রতিপক্ষ আলফাজ গাজী, নাছিম, বেল্লাল ও আবুল তাকে মারধর শুরু করে। ছেলেকে বাচাতে আবদুল বারেক খান এগিয়ে গেলে তাকেও ব্যাপক মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে আলফাজ গাজী বলেন, সামান্য হাতাহাতি হয়েছে। জমিজমার বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে।
কলাপাড়ার থানার (ওসি) জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
আরও পড়ুন:








