রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোণায় দুই গ্রামের সংঘর্ষে নিহত এক, থমথমে পরিস্থিতি

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৭:৪৩

শেয়ার

নেত্রকোণায় দুই গ্রামের সংঘর্ষে নিহত এক, থমথমে পরিস্থিতি
ছবি: বাংলা এডিশন

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় রবি মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রবি মিয়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত চান মিয়া মাস্টারের ছেলে।

এর আগে বুধবার রাতে বানিয়াজান ইউনিয়নের ইটাখলা ও আটপাড়া মোবারকপুর গ্রামের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। গুরুতর আহত রবি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।হত্যাকে কেন্দ্র করে আজ শুক্রবার আবারও দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি বেগতিক হবে আশঙ্কায় আটপাড়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রুজের বাজারে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছেন। ফলে পুরো এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।

ব্রুজের বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, দুই গ্রামের সংঘর্ষে বুধবার রাতে একাধিক ব্যবসায়ীর দোকান ভাংচুরসহ আগুন দেওয়া হয়। এতে তারা ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ রেখেছেন।এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, সংঘর্ষজনিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।



banner close
banner close