রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের চালান উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৬:৫৪

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের চালান উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অস্ত্রের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন।

গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাতে ৫৯ বিজিবির একটি বিশেষ দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবুরী ব্রিজসংলগ্ন পাগলা নদীর তীরে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় তিনটি বিদেশি ওয়ান শুটার গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, 'গত তিন বছরে সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩০টি দেশিবিদেশি অস্ত্র, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করেছে বিজিবি। পাশাপাশি নির্বাচনের আগে সীমান্তজুড়ে টহল আরও জোরদার করা হয়েছে।'

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি ডায়েরিভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close