ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২৭ কেজি গাঁজা, ভারতীয় ব্লাউজ ও বিস্কুট উদ্ধার করা হয়। ফেনী ব্যাটালিয়ন (চার বিজিবি) এর একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। বিজিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে টহলদলটি সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২৭ কেজি ভারতীয় গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় ব্লাউজ ও বিস্কুট। বিজিবির প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য চার লাখ ৫৬ হাজার ৯০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্যসামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানা ও কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (চার বিজিবি) এর আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন:








