শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৩:০৩

শেয়ার

বগুড়ায় ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ননদ-ভাবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ের সাথে স্কচটেপে পেঁচিয়ে লুকিয়ে রাখা ছিল মোট ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার বেলা ১২টার দিকে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার এবং তার ভাবী খুলনার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়াঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাশাপাশি সিটে বসে থাকা দুই নারী সন্দেহজনক আচরণ করলে ডিএনসির সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। এসময় দুইজনের পায়ের সাথে স্কচটেপে শক্তভাবে পেঁচানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক বহনের সাথে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close