শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে সাংবাদিক শিশিরের ওপর হামলা; গ্রেপ্তার তিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১০:১২

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫ ১১:১৯

শেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিক শিশিরের ওপর হামলা; গ্রেপ্তার তিন
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

শুক্রবার দিবাগত ভোরে উপজেলার দোবিলা গ্রামে পৃথক অভিযানে মৃত খোকার ছেলে সাহেদ আলী এবং তার দুই ছেলে আরিফুল ও আশিককে আটক করা হয়। পুলিশ জানায়, অনিয়মের অভিযোগে উল্লিখিত তিনজনকে শনাক্ত হওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ কেজি ভিজিডি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় সাহেদ আলীকে দেখা যায়। ওই সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে সাহেদ আলী ও তার দুই ছেলে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনসহ কর্মসূচি ঘোষণা করে। একই সাথে সিরাজগঞ্জ প্রেস ক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ পেশাদার সাংবাদিক সংগঠনগুলো দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close