ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় একটি ফার্মেসিতে ঢুকে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার প্রথম স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার। ঘটনার সিসিটিভি ফুটেজও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট একাধিক রাজনৈতিক মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন। পলাতক অবস্থায় তিনি প্রথম স্ত্রী লিজা আক্তারকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দীর্ঘদিন এ বিয়ে গোপন থাকলেও সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সন্তানের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে।
দ্বিতীয় বিয়ের খবর জানার পর লিজা আক্তার স্বামীকে খুঁজতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পরে তিনি জানতে পারেন – কাউসারের দ্বিতীয় স্ত্রীর ভাই কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসিতে চাকরি করেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে এসে লিজা আক্তার দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। তাকে না পেয়ে লিজা ভ্যানিটি ব্যাগ থেকে একটি পিস্তল সদৃশ বস্তু বের করে দোকানের স্টাফদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেন। এতে ফার্মেসিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, তিনি দোকানে এসে প্রথমে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং দোকানের অন্যান্য স্টাফকে গুলি করে হত্যার হুমকি দেন। আমার দোকানের নিরাপত্তার স্বার্থে থানায় অভিযোগ করেছি।
যোগাযোগের চেষ্টা করেও যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী লিজা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, অভিযোগ তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি বর্তমানে ট্রেনিংয়ে আছি। আগামীকাল থেকে ঘটনাটি তদন্ত শুরু করবো।
আরও পড়ুন:








