শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ চার ছাত্রনেতাকে গণসংবর্ধনা

খা

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২১:৪১

শেয়ার

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ চার ছাত্রনেতাকে গণসংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েমসহ চার ছাত্রনেতাকে গণসংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম।

২৭ নভেম্বর বিকেলে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন এবং নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের মতে, গণসংবর্ধনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি জনাব সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়

১. আবু সাদেক কায়েম ভিপি, ডাকসু

২. হাসান আল বান্না ভিপি, ডাকসু (বিজয় একাত্তর হল)

৩. উবায়দুর রহমান হাসিব এজিএস, ডাকসু (অমর একুশে হল)

৪. আবু আয়াজ কার্যনির্বাহী সদস্য, চাকসু (সোহরাওয়ার্দী হল)

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সাদিক কায়েম এবং অন্যান্য সংবর্ধিতরা।



banner close
banner close