শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জ রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

সিরাজগঞ্জ রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে রোহা ও কালিঞ্জা–নওদাসালুয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উর্বর টপসয়েল কাটার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানে দুই স্থানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারায় মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকেরা জানান, নিয়মিত অবৈধ মাটি কাটার কারণে তাদের জমির উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছিল। প্রশাসনের উদ্যোগে এসব অনিয়ম কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।



banner close
banner close