শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

ঔষধ আইন লঙ্ঘন ও সড়ক দখল: বাঁশখালীতে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২০:৪৩

শেয়ার

ঔষধ আইন লঙ্ঘন ও সড়ক দখল: বাঁশখালীতে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট আটটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাম্বল বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক মো. আবিদ হাসান, মো. ফজলুল হক এবং বাঁশখালী থানা পুলিশের এসআই জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

অভিযানে প্রধান সড়কের ফুটপাত দখল করে দোকানের বর্ধিতাংশ নির্মাণ, রেজিস্টার ছাড়াই ফার্মেসিতে এন্টিবায়োটিক বিক্রি, অনুমোদনবিহীন বিদেশি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং সড়কপথ দখল করে বালির স্তুপ রাখাসহ নানা অনিয়ম শনাক্ত করা হয়।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ ধারায় ৫টি ফার্মেসিকে ১৮ হাজার টাকা, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) আইন, ২০২২এর ধারায় ২টি মুদির দোকানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা এবং সড়কের ফুটপাত দখল করে বালির স্তুপ রাখার অপরাধে এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৮টি মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'জনস্বার্থ রক্ষায় ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেসব দোকানে আইন লঙ্ঘন, নকল বা মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, কিংবা সড়ক দখলের মতো অপরাধ পাওয়া যাচ্ছে, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।'

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।



banner close
banner close