শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২০:১৯

শেয়ার

মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভোয়াং বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি কর্মসূচি থেকে ফেরার পথে সুলতানাবাদ এলাকার হিরণের চায়ের দোকানে বিশ্রাম নেওয়ার সময় বাদশা হাওলাদারের ওপর হামলা চালানো হয়। মিরাজ হোসেন ধারালো ছ্যাঁকা দিয়ে বাদশা হাওলাদারের ঘাড়ে কোপ দেয় এবং তার সহযোগী সুমন ও সোহেল হকস্টিক দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, থানা পুলিশকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন গাজী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্বাস হাওলাদার, ইউনিয়ন যুবদলের নেতা মো. মেহেদী হাসান মিলন এবং বাদশা হাওলাদারের ড্রাইভার যুবদল নেতা মো. খোকন হাওলাদার প্রমুখ।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। মামলা হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close