রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কে পিকআপে রহস্যজনক আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮

শেয়ার

ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কে পিকআপে রহস্যজনক আগুন
সংগৃহীত ছবি

আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাশে বালুকোল বাজারের সামনে ঢাকাসিরাজগঞ্জ মহাসড়কে একটি পিকআপ ভ্যানে হঠাৎ করে আগুন লেগে যায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তারা হঠাৎ করেই পিকআপটির ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও আশেপাশের লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্থানীয়দের দাবি, ঘটনা দেখেই তারা ট্রিপল-নাইন (৯৯৯)এ ফোন করে জরুরি সেবা চাইলে কোনো সাড়া পাননি। ফলে ফায়ার সার্ভিস কিংবা প্রশাসনের কেউ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। পিকআপে কোনো দাহ্য পদার্থ ছিল কি নাএ নিয়েও কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। স্থানীয়রা ধারণা করছেন, হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



banner close
banner close