রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টঙ্গীতে অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৭:৪৯

শেয়ার

টঙ্গীতে অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

গাজীপুর মহানগরের টঙ্গীতে অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ প্রাইমারি স্কুলের পেছনের এলাকায় ঘটনাস্থলে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

পরিদর্শনে দেখা যায়, সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূতভাবে চলাচলের রাস্তা কেটে ড্রেন নির্মাণের জন্য প্লাস্টিক ও লোহার পাইপ বসানো হয়েছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, রাস্তা কেটে ড্রেন নির্মাণের নেপথ্যে রয়েছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামধারী নেতা মোস্তাফিজুর রহমান।তারা দাবি করেন, তিনি প্রভাব খাটিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই এই কাজ শুরু করেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অসদাচরণের অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাস্তা কাটতে সিটি কর্পোরেশনের অনুমতি লাগেএটি আমার জানা ছিল না। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে, পরবর্তীতে অনুমতি নিয়ে কাজ করবো।”

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-১-এর প্রকৌশলী ফরিদ মিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাটি চলাচলের উপযোগী রাখতে কাটা অংশে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না।”

এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।



banner close
banner close