রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

বগুড়া, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৫:২৭

শেয়ার

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত
ছবি: বাংলা এডিশন

বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ও সহায়তা নিয়ে ছুটে গেলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত চার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের সান্ত্বনা জানান।

পরিদর্শনকালে শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারি গোলাম আযম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম এবং রিকশা-ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বুধবার দুপুরে মালগ্রাম চাপড়পাড়ায় পেয়ারা বেওয়া ও তার ছেলেদের চারটি বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জামায়াত নেতৃবৃন্দ পরদিন সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন।



banner close
banner close