স্বামী–স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগম।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী–স্ত্রী পরিচয় দেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে স্বামী–স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করতেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








