ছবি: সংগৃহীত
বরগুনায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন কাজী নামে একজনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বরগুনা নারীর ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি নয় নং ওয়ার্ডের মৃত ওহাব কাজীর ছেলে।
মামলার বাদী মাফুজা বেগম রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, ‘আদালতের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি। এই রায় শোনার পর এ ধরনের অপরাধ করতে ভয় পাবে অপরাধীরা। তাই আমি আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
আরও পড়ুন:








