ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা করিডোর এবং দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী বেসিন, বাথরুম ও টয়লেট।
হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় বেশিরভাগ বেসিনে পানি নেই, কোথাও আবার পাইপ লিক করে চারপাশ ভেজা থাকছে। বাথরুমের দরজা ভাঙা, পানি নিষ্কাশন ব্যবস্থার করুণ দশা এবং নিয়মিত পরিষ্কার না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে রোগী, স্বজন ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
আলম নামের একজন রোগীর স্বজন অভিযোগ করে বলেন, ‘হাসপাতালের টয়লেটে ঢোকাই যায় না, বেসিনেও পানি নেই। প্রতিদিনই এ সমস্যার সম্মুখীন হতে হয়।’
তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। দ্রুত সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বাংলা এডিশনকে জানান, ‘আমাদের পরিচ্ছন্নতা কর্মী কম থাকায় এমনটি হচ্ছে। তাছাড়া আমাদের পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা ১৫০জন আছে মাত্র অল্প কয়েকজন।’
আরও পড়ুন:








