রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ০৯:৫০

শেয়ার

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত গৌতম সরকার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের দিলীপ সরকারের ছেলে।

বুধবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক এহসান হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকারের নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তীর্যক, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে গৌতমকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।’



banner close
banner close