রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযান, দেশীয় অস্ত্র-কার্তুজ ও জাল টাকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ২১:৩৮

শেয়ার

শরণখোলায় কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযান, দেশীয় অস্ত্র-কার্তুজ ও জাল টাকা জব্দ
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের শরণখোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজ এবং জাল টাকা জব্দ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার (বিএন) মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও শরণখোলা থানা পুলিশের সমন্বয়ে রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার টাকার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close