রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৫:২০

শেয়ার

১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে
ছবি: বাংলা এডিশন

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভোলার ১৩ জেলে। নিখোঁজের ১৬ দিন পার হলেও স্বজনদের খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ভোলার লালমোহন উপজেলার ১৩ পরিবারের সদস্যরা

লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো. খোকন মা‌ঝি, সা‌ব্বির, হেলাল, মাকসুদুর রহমান, শামিম , সজিব, না‌ছির, জাহাঙ্গীর এবং একই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার মাকসুদ, ফারুক, আব্দুল মালেক, আলম ও ফারুক মাঝি সহ ১৩ পরিবারের একমাত্র কর্মক্ষমরা নিখোঁজ রয়েছে।

এদিকে গত ১০ নভেম্বর দুপুরে ট্রলারের মালিক ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলেসহ চরফ্যাশনের সামরাজ থেকে এক সপ্তাহের বাজার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান।

১ সপ্তাহ পর মাছ শিকার করে আবার ঘাটে ফিরে আসার কথা। একে একে ১৬ দিন পেড়িয়ে গেলেও তাদের কোন খোঁজ নেই। তাদের ব্যবহ্নত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। কোনভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা।

নিখোঁজ জেলেদের ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন ভুক্তভোগী ১৩ পরিবার ।

প্রশাসনের হস্তক্ষেপে ধীর গতি থাকায় দ্রুত তাদের উদ্ধারে মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ।

প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে যান চলাচলের বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার অভিযানের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।

স্বজনদের ধারণা, নিখোঁজ জেলেরা বেঁচে আছেন। হয়তো গভীর সাগরে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছেন। অন্যথায় দিক হারিয়ে অন্য কোন দেশের জলসীমায় ঢুকে পড়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, নিখোঁজ জেলেদের খুঁজে পেতে কোস্টগার্ড কাজ করছেন। তাদের পরিবারের সদস্যরাও সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছেন নিখোঁজ ১৩ জেলের উদ্ধারে দ্রুততার সাথে চেষ্টা চলছে।



banner close
banner close