রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৫:১৩

শেয়ার

কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার ভেড়ামারায় মুখ পুড়িয়ে বিকৃত করা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে বিলের মাঠে ধান কাটতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ওই ব্যক্তির মুখ আগুনে পোড়ানো হয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



banner close
banner close