রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোনার মদনে কাপড়ের মার্কেটে আগুন লেগে প্রায় ৫০টি দোকান পুড়ে চাই

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৪:৫৯

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ১৫:০০

শেয়ার

নেত্রকোনার মদনে কাপড়ের মার্কেটে আগুন লেগে প্রায় ৫০টি দোকান পুড়ে চাই
ছবি:বাংলা এডিশন।

নেত্রকোনার মদন পৌরশহরে মহিউদ্দিন মার্কেটের কাপড়ের দোকানে আগুন লেগে মার্কেটের অন্তত ৫০টি দোকান পুড়ে চাই হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহিউদ্দিন মার্কেটের একটি কাপড়ে দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে মদন থানার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তখনেই মার্কেটের প্রায় ৫০টি কাপড়ের ও অন্যান্য দোকান পুড়ে চাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায়নি।

দোকানদার ও স্থানীয়রা জানা,আগুনে পুড়ে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মো. শামছুল আলম শাহ জানান,মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারবো বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, মহিউদ্দিন মার্কেটের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন, কেন্দুয়া, আটপাড়া ও নেত্রকোণা জেলা শহরের ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে অন্তত ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে।



banner close
banner close