খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা।
বুধবার সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার ব্যানারে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার ৭৫টি ইউনিয়নের খুরচা সার বিক্রেতারা অংশগ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন, মো. আসাদুজ্জামান, মো. সোহেল আজম, সফিকুল আলমসহ জেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়ম ও নীতিমালা অনুসরণ করে কাজ করে আসা আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের হঠাৎ করে বাদ দেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কৃষকদের সারপ্রাপ্তিতে বিঘ্ন ঘটবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন।
বক্তারা আরও বলেন, সার বিতরণের বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে অভিজ্ঞ ও নিবন্ধিত বিক্রেতাদের বহাল রাখা হলে কৃষিসেবা সহজ হবে। অন্যথায় সার বিপণন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে যা সরাসরি কৃষক ও খাদ্য উৎপাদন ব্যবস্থাকে প্রভাবিত করবে।
পরবর্তীতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিক্রেতাদের তালিকা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
মানববন্ধন ঘিরে প্রেস ক্লাব এলাকায় সরব হয়ে ওঠে খুচরা সার বিক্রেতারা। তাদের দাবি কৃষকের স্বার্থ ও সার বিতরণের স্থিতিশীলতার স্বার্থে অভিজ্ঞ বিক্রেতাদের বহাল রাখতে হবে।
আরও পড়ুন:








