রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় মা–দুই সন্তানের পৃথক জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত

স্পেশাল করেসপন্ডেন্ট,বগুড়া

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২৩:৫৬

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ১২:০৩

শেয়ার

বগুড়ায় মা–দুই সন্তানের পৃথক জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামে মা ও দুই সন্তানের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার রাতে পৃথকভাবে তিনজনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

নিহত গৃহবধূ সাদিয়া বেগমের (২৮) জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাত ৯টায় তাঁর বাবার বাড়ি ভান্ডার পাইকার গ্রামে। অপরদিকে পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলের জানাজা বাবার পরিবারের পক্ষ থেকে রাত ১০টায় খালিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে খালিশাকান্দি গ্রামের বাড়ি থেকে সাদিয়া বেগম ও তাঁর দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, পাশের ঘরে দুই শিশুর গলাকাটা মরদেহ এবং ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার মৃতদেহ প্রথম দেখতে পান তারা। ছয় বছর আগে সাদিয়ার বিয়ে হয় একই গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে। নিহতদের মরদেহ উদ্ধার শেষে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাজলকে হেফাজতে নিয়েছে।
এদিকে মা–দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।



banner close
banner close